Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারা গেছেন কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল

স্টাফ রিপোর্টার
১৯ জানুয়ারি ২০২৫ ১৮:২৩ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৯

কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী।

ঢাকা: অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) ।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান

তিনি জানান, দগ্ধ বাবুল কাজী বিকালে মারা গেছেন। তার শরীরের ৭৪ শতাংস দগ্ধ হয়েছিল। বাবুল কাজীর অবস্থার অবনতি হওয়ায় গতরাতে তাকে আইসিইউতে লাইফ সার্পোর্টে দেওয়া হয়েছে। তবে প্রথম থেকেই সে আইসিইউতে ছিলেন।

এর আগে গতকাল শনিবার (১৮ জানুয়ারী) ভোর সারে ৫টার দিকে বনানী ২৩ নম্বর রোডের ১০৯ নম্বর রোডের এ ব্লকের বাসায় ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় স্বজনরা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।

বার্ন ইনস্টিটিউটে দগ্ধ বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী বলেন, বাবুল কাজীর বাসা বনানীর ২৩ নম্বর রোডে। সেখানে স্ত্রী কাজী নাদীরা ফারজানা ও দুই ছেলে এক মেয়েকে নিয়ে থাকেন। বাবুল কাজী গার্মেন্টসের ব্যবসা রয়েছে।

তিনি আরও জানান, বাবুল কাজীর ধুমপানের অভ্যাস ছিল। ভোরে বাথরুমে গিয়ে গ্যাস লাইট দিয়ে সিগারেট ধরাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হন। ধারনা করা হচ্ছে বাথরুমে মিথেন গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ হয় বাবুল কাজী। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে। তার চিকিৎসার জন্য ১৯ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বাবুলেরর ২০১৫ সালে লিভার ট্রান্সপ্লান্ট হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসআর

অগ্নিদগ্ধ নজরুল ইসলামের অগ্নিদগ্ধ নাতি মারা গেছেন বাবুল কাজী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর