Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লা লিগা
এমবাপে জাদুতে শীর্ষে ফিরল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৫ ০৯:১১ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:১৮

জোড়া গোলে রিয়ালকে জেতালেন এমবাপে

ম্যাচের তখন এক মিনিটও পার হয়নি। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে স্তব্ধ করে এগিয়ে গিয়েছিল লাস পালমাস। তবে সেই ধাক্কা সামলে দারুণভাবেই ম্যাচে ফিরেছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৪-১ ব্যবধানের বিশাল জয় নিয়েই লা লিগার শীর্ষে ফিরল কার্লো আনচেলত্তির দল।

বার্নাব্যুতে ম্যাচের ৩০ সেকেন্ডের মাথায় গোল হজম করে রিয়াল। ২০১১ সালের পর এটাই রিয়ালদের দ্রুততম সময়ে গোল হজম। ম্যাচ শুরুর পরপরই সান্দ্রোর বাড়ানো বলে অফসাইডের ফাঁদ টপকে দারুণ এক গোলে লাস পালমাসকে এগিয়ে দেন ফ্যাবিও সিলভা। গোল হজম করে কিছুটা থতমত খেয়ে গেলেও এরপর ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। ম্যাচের বাকিটা সময় দাপট ছিল মাদ্রিদেরই।

বিজ্ঞাপন

১৮ মিনিটে বক্সের ভেতর রদ্রিগোকে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান এমবাপে। ৩৩ মিনিটে রিয়ালকে লিড এনে দেন ব্রাহিম দিয়াজ। ৩ মিনিট পরেই লিড বাড়ান এমবাপে। রদ্রিগোর অ্যাসিস্টে ম্যাচে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপে। ৪৩ মিনিটে হ্যাটট্রিকের দেখা পেয়েছিলেন তিনি, তবে ভিএআর অফসাইডের কারণে গোল বাতিল করে। ৩-১ গোলের লিড নিয়েই বিরতিতে যায় রিয়াল।

৫৭ মিনিটে রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন রদ্রিগো। ৭৩ মিনিটে গোল পেয়েছিলেন জুড বেলিংহাম, তবে সেটাও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। ৮৬ মিনিটে ভালভার্দের গোলও একই কারণে বাতিল করেছেন রেফারি।

শেষ পর্যন্ত ৪-১ গোলের বিশাল জয়েই মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে ফিরল রিয়াল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর