Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ বছর পর দেশে ফিরলেন ভারতে আটক বাংলাদেশি স্বামী-স্ত্রী

লোকাল করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ০৯:৪৫ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:১৬

ভারতে আটক সেই বাংলাদেশি স্বামী-স্ত্রী

বেনাপোল: পাসপোর্ট ভিসা ছাড়া ভারতের গুজরাটে প্রবেশ করে সে দেশের পুলিশের কাছে আটক হওয়ার দীর্ঘ ৭ বছর পর রশিদ শেখ ও ঝরনা খাতুন নামে এক দম্পতিকে গুজরাট সেন্ট্রাল কারাগারে সাজা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারত।

রোববার (১৯ জানুয়ারি) এই দম্পতিকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

খোঁজ নিয়ে জানা যায়, দালালের মাধ্যমে ২০১৮ সালের মার্চে ভারতে প্রবেশ করেন তারা। পরে গুজরাট অবস্থান করাকালীন গুজরাট পুলিশের কাছে আটক হন তারা। এর শাস্তিস্বরুপ গুজরাট সেন্ট্রাল কারাগারে ৭ বছর সাজা ভোগ করেন তারা। অবশেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হলো।

মো. রশিদ শেখ (৪০) যশোরের ঝিকরগাছার বাসিন্দা।

ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া জানান, পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কর্তৃক ইমিগ্রেশন পুলিশের নিকট ট্রাভেল পারমিটের মাধ্যমে দুইজনকে হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

সারাবাংলা/এসডব্লিউ

বেনাপোল ভারতে আটক বাংলাদেশি ফেরত

বিজ্ঞাপন

গাজীপুরে বয়লার বিস্ফোরণ, আহত ১২
২০ জানুয়ারি ২০২৫ ১৩:৪৭

আরো

সম্পর্কিত খবর