Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিতের পাকিস্তান সফর আটকে দিল ভারত!

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ০৯:৪৮

পাকিস্তানে যাওয়া হচ্ছে না রোহিতের

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত, এ খবর পুরনো। তাদের দাবির মুখেই শেষ পর্যন্ত আরব আমিরাতের সাথে হাইব্রিড মডেলে টুর্নামেন্টে আয়োজনে বাধ্য হয়েছে পাকিস্তান। দল না গেলেও উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে করাচি যাওয়ার কথা ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের বাধাতেই পাকিস্তানে আসছেন না রোহিত।

২৯ বছর পর পাকিস্তানের মাটিতে হতে যাচ্ছে আইসিসির বড় কোন ইভেন্ট। এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতেই জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে পিসিবি। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অংশগ্রহণকারী দলের সব অধিনায়ক। বাকি ৭ দেশের অধিনায়কের উপস্থিতি নিশ্চিত করা গেলেও শুরু থেকে রোহিতের উপস্থিতি নিয়েই ছিল শঙ্কা।

বিজ্ঞাপন

কিছুদিন আগে জানা গিয়েছিল, দল পাকিস্তানে না গেলেও পাকিস্তানের আমন্ত্রণে করাচির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রোহিত। তবে পাকিস্তানের সেই আশা হয়তো শেষ পর্যন্ত পূর্ণ হচ্ছে না।

পিসিবির এক কর্মকর্তা পাকিস্তান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের বাধাতে পাকিস্তান সফর স্থগিত করতে যাচ্ছেন রোহিত, ‘বিসিসিআই খেলার সাথে রাজনীতি মেশাচ্ছে, এটা খেলার জন্য একদমই ভালো না। তারা পাকিস্তানে আসতে রাজি হয়নি। তারা চায় না তাদের অধিনায়ক উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিক। তারা নিজেদের জার্সিতে পাকিস্তানের নামটাও রাখতে চায় না। আশা করি আইসিসি এই ব্যাপারে হস্তক্ষেপ করবে।’

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে রোহিতের যোগ দেওয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাননি তারা। রোহিতের নিরাপত্তার কথা ভেবেই তাকে পাকিস্তানে যেতে দিতে চায় না ভারত, সংবাদমাধ্যম বলছে এমনটাই।

বিজ্ঞাপন

আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু করবে ভারত।

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান ভারত রোহিত শর্মা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর