Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদ শেষ হওয়া ৭ টেলিকম প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ২১:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:৩৮

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)। ছবি: সংগৃহীত

ঢাকা: মেয়াদ শেষ হওয়া সাত টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

সোমবার (২০ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লাইসেন্স বাতিল হওয়া সাত প্রতিষ্ঠান হচ্ছে- টেলিবার্তা লিমিটেড, র‍্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড ও ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং প্রতিষ্ঠানসমূহ কর্তৃক নবায়নের জন্য আবেদন না করায় ওই সাত প্রতিষ্ঠানের লাইসেন্সসমূহ মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো। বাতিলকৃত লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা হবে অবৈধ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া, বাতিলরা লাইসেন্সের মূল সনদ কমিশন বরাবর জমা প্রদানসহ কমিশনের সব পাওনা (বকেয়া যদি থাকে) আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশনা দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

৭ টেলিকম প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি) লাইসেন্স বাতিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর