চীনের সংস্কৃতি
ইতিহাস ও ঐতিহ্যের সম্মিলন
২৩ জানুয়ারি ২০২৫ ০৮:৩০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ০৪:২৫
চীনা সভ্যতাকে ঐতিহাসিকভাবে পূর্ব-এশিয়ার একটি প্রভাবশালী সংস্কৃতি হিসেবে বিবেচনা করা হয়। চীন প্রাচীনতম সভ্যতাগুলোর একটি হওয়ায় দেশটির সংস্কৃতি, শিষ্টাচার ও ঐতিহ্যের ওপর গভীর প্রভাব ফেলে। বিশ্বব্যাপী চীনা ভাষা, সিরামিক, স্থাপত্য, সঙ্গীত, নৃত্য, সাহিত্য, মার্শাল আর্ট, রন্ধনপ্রণালী, ভিজ্যুয়াল আর্ট, দর্শন, ব্যবসায়িক শিষ্টাচার, ধর্ম, রাজনীতি এবং ইতিহাসের প্রভাব রয়েছে। তাই সারা পৃথিবীর মানুষ তাই চীনের ঐতিহ্য এবং উৎসব পালন, উদ্ভাবন ও অনুশীলন করে।
সম্প্রতি ‘হ্যাপি চাইনিজ নিউ ইয়ার’ উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে চীনা অ্যাম্বাসি। অনুষ্ঠানে দেশটির উ অপেরা গবেষণা ইনস্টিটিউটের শিল্পীরা ‘দ্য সেলেস্টিয়াল মেইডেন স্ক্যাটারিং ফ্লাওয়ার্স’ এবং ‘মাঙ্কি কিং ফাইটস দ্য হোয়াইট বোন ডেমন’-এর মতো ক্লাসিক্যাল পরিবেশনার মধ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে রাখে। এতে দেশটির শিল্পীদের বিভিন্ন নান্দনিক ডিসপ্লের মাধ্যমে চীনা সংস্কৃতি উপস্থাপন করা হয়। এই আয়োজনের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম