দিনাজপুর: দিনাজপুর বিরল সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আলামিনকে ছয় ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল চারটায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে দেশে ফেরৎ নিয়ে আসা হয়। এর আগে সকালে নিজ জমিতে কাজ করার সময় সীমান্ত থেকে ওই কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ।
কৃষক আলামিন হোসেন দ্বীপনগর গ্রামে রিয়াজ উদ্দিনের ছেলে।
বৈঠক শেষে দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম জানান, পাঁচজন বাংলাদেশি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশ প্রবেশ করে। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে থাকা কেউ তাদেরকে সহযোগিতা করেছে। সে সময় আলামিন নামের এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিল। তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায়। বিষয়টি ভুল বোঝাবুঝি। পতাকা বৈঠকে বিষয়টির মীমাংসা হয়েছে।
আরও পড়ুন :
বিরল সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ
প্রসঙ্গ, সকালে বিরল এনায়েতপুর দ্বীপনগর গ্রামে সীমান্তের শূন্য রেখার ৩২৩ নম্বর পিলারের পাশে আলামিন নিজ জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ এসে তাকে তাদের ক্যাম্পে তুলে নিয়ে নিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্যদের কাছে গিয়ে বিষয়টি জানায়। পতাকা বৈঠকের মাধ্যমে তাকে দেশে ফেরৎ আনেন বিজিবি।