Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে আনা ৯৫ মোবাইল বিমানবন্দরে জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৪:৫২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬

জব্দ করা মোবাইল ফোন। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অবৈধভাবে আনা ৯৫টি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহযোগিতায় এসব মোবাইল সেট জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সারাবাংলাকে জানান, রোববার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৫২ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে আসে। পরে বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ট্রলি ব্যাগ জব্দ করা হয়। গোয়েন্দা কর্মকর্তারা ব্যাগ থেকে ৪৯টি স্যামসাং স্মার্টফোন ও ৪৬টি নোকিয়া ব্র্যান্ডের বাটন ফোন জব্দ করেন।

শুল্ক করসহ জব্দ করা পণ্যের মূল্য ১৮ লাখ ৩০ হাজার টাকা। ফোনগুলো বিমানবন্দর কাস্টমসকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/আইসি/এমপি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর মোবাইল ফোন জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর