Wednesday 17 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে ইঙ্গিত করে যা বললেন চরমোনাই পীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ২১:০৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ২৩:৫৬

ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার মাসিক বৈঠক। ছবি: সারাবাংলা।

ঢাকা: বিএনপিকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে, তারাই অতীতে দেশকে দুর্নীতিতে ৫বার চ্যাম্পিয়ন বানিয়েছিল। ফ্যাসিস্ট সরকার পলায়নের পর এখনো দেশে নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে আমেলার মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কাজ হতে পারে না। শুধু রাস্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদপদবি ব্যাবহার করে তাদের নেতা-কর্মীরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে, তাদের রাজনীতির সংস্কার করতে হবে।’

বিজ্ঞাপন

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা এবিএম জাকারিয়া ও আলহাজ্ব মুহাম্মাদ মনির হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/এসআর

বিজ্ঞাপন

দৌলতদিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
১৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৯

আরো

সম্পর্কিত খবর