Monday 27 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্থগিত

ঢাবি করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১১:২৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত সরকারি সাত কলেজের মধ্যে সংঘাতকে ঘিরে অনিবার্যকারণে ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বানানোর দাবিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র তোরণে অবস্থান নিয়েছিল অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাবির স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা অবস্থান নিলে রাত সাড়ে ১১টার দিকে ইটপাটকেল ছোড়াছুড়ির শুরু হয়। যেটা রাত ৩টা পর্যন্ত চলতে থাকে। এতে বিশ্ববিদ্যালয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

পরে আইন শৃঙ্খলা বাহিনী টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ঢাবির অন্তত ছয় জন ও সাত কলেজের অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

সারাবাংলা/এআইএন/ইআ

ক্লাস-পরীক্ষা স্থগিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর