Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাকাতি করতে আসা ৩ দস্যুকে ধরে পিটিয়ে কোস্টগার্ডে দিলেন জেলেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১২:৪৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:৪১

উদ্ধার অস্ত্র ও গুলি।

বাগেরহাট: বাগেরহাটের দুবলার চরের জেলে পল্লিতে হামলা ও জেলেদের জিম্মি করার সময় তিন জলদস্যুকে গণধোলাই দিয়েছেন জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্র ও গুলিসহ দুবলার চরের কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। দুবলা ফিশারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার রাত ১১টার সময় দুবলার চরে একটি ফিশিং ট্রলারে করে ১০ থেকে ১২ জনের দস্যুদের একটি দল দুই ভাগে বিভক্ত জেলেদের ওপর হামলা চালায়। এ সময় বেশ কয়েকজন জেলেকে তারা জিম্মি করে। এরপর দস্যুদের একটি গ্রুপ দক্ষিণ দিকে চলে যায়।

তিনি জানান, অন্য গ্রুপটি পাঁচ জেলেকে জিম্মি করে রাখে। পরে জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে এবং তিন দস্যুকে গণধোলাই দেয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় একটি অস্ত্র ও গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা। পরে ওই তিন দস্যুকে অস্ত্রসহ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্টগার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইআ

জলদস্যু বাগেরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর