Wednesday 31 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফির আগে বড় ধাক্কা খেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:২৭

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন আইয়ুব

২৯ বছর পর দেশের মাটিতে হতে যাচ্ছে আইসিসির বড় টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে বাকি ৭ দল স্কোয়াড ঘোষণা করলেও এখনো ১৫ সদস্যের দল ঘোষণা করেনি স্বাগতিক পাকিস্তান। এবার টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণার আগেই ধাক্কা খেল পাকিস্তান। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ওপেনার সায়েম আইয়ুব।

২০২৪ সালে পাকিস্তানের জার্সি গায়ে দারুণ ফর্মে ছিলেন আইয়ুব। কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ইনজুরিতে পড়েছিলেন তিনি। গোড়ালিতে চোট পাওয়া আইয়ুব এরপর আর মাঠে নামতে পারেননি। চ্যাম্পিয়নস ট্রফির আগে সুস্থ হয়ে উঠবে কিনা, সেটা নিয়েই ছিল শঙ্কা। ধারণা করা হচ্ছিল, তার ইনজুরির কারণেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করছে না পাকিস্তান।

বিজ্ঞাপন

তবে আইয়ুবের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার স্বপ্নটা আর পূরণ হচ্ছে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, আইয়ুবকে নিয়ে ঝুঁকি নিতে চান না তারা, ‘আমি তার ডাক্তারের সাথে কথা বলেছি। আগামী কিছুদিনের মাঝে তার প্লাস্টার খোলা হবে। তার পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে। শুধু চ্যাম্পিয়নস ট্রফির জন্য আমরা তার ক্যারিয়ারকে ঝুঁকিতে ফেলতে চাই না। সে আমাদের জন্য বড় এক অ্যাসেট। আমরা তাকে সময় দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে তার পুনর্বাসন পর্যবেক্ষণ করছি।’

করাচিতে আগামী ১৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফির মিশন শুরু করবে পাকিস্তান।

সারাবাংলা/এফএম