Tuesday 28 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম সবুজ ডিজিটাল ডেটা সেন্টার নির্মাণে এডিবি’র সঙ্গে সমঝোতা স্মারক সই

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৬:১৭

ঢাকা: প্রথম সবুজ ডেটা সেন্টার নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে এবং এটি নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে।

সোমবার (২৭ জানুয়ারি) পিপিপি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক সই করা হয়। সমঝোতা স্মারকে বাংলাদেশ সরকারের পক্ষে পিপিপি বিভাগের পরিচালক (অর্থ ও প্রশাসন) এ কে এম আবুল কালাম আজাদ, বিটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আবুল খায়ের মোহাম্মদ সালেহ উদ্দিন এবং এডিবি’র পক্ষে সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিওং সই করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রাম জেলার কাছে বিটিসিএল মালিকানাধীন স্থানে একটি অত্যাধুনিক ডেটা সেন্টার নির্মাণ করা হবে। ডেটা সেন্টারটি পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিক লোকেশন সেবা প্রদান করবে এবং বিটিসিএল এর অভ্যন্তরীণ ডেটা স্টোরেজ চাহিদা পূরণ করবে। আন্তর্জাতিক মানে ডিজাইন করা এই সেন্টারটি ভবিষ্যতের চাহিদা পূরণে সর্বোচ্চ কার্যক্ষমতা এবং সম্প্রসারণযোগ্যতা নিশ্চিত করবে।

এডিবির সহায়তা প্রক্রিয়ার মধ্যে থাকবে- লেনদেন উপদেষ্টা সেবা, যার মধ্যে রয়েছে সম্ভাব্যতা মূল্যায়ন, প্রকল্প কাঠামো নির্ধারণ এবং আইটি সেক্টরে বেসরকারি বিনিয়োগের সুযোগ সৃষ্টি। এই প্রকল্পটি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ডিজিটাল অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেজে/আরএস

এডিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর