তিতুমীর কলেজে আন্দোলন, মধ্যরাতে সড়কে নারী শিক্ষার্থীরা
৩১ জানুয়ারি ২০২৫ ২৩:৩৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৯
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে মধ্যরাতে ছাত্রীনিবাস থেকে বেরিয়ে এসেছেন কয়েকশো নারী শিক্ষার্থী। একযোগে হোস্টেল থেকে বেরিয়ে কলেজের মূল ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন আবাসিক হোস্টেলের নারী শিক্ষার্থীরা।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে এক যোগে হোস্টেল থেকে বেরিয়ে এসে আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা। সেখানে তারা আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে দাঁড়িয়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে স্লোগান দেন।
গত বুধবার সন্ধ্যা থেকে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দেওয়াসহ ৭ দফা দাবি নিয়ে পাঁচ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ধীরে ধীরে আরও শিক্ষার্থীরা এই অনশনে যোগ দেন, যা পরবর্তীতে গণঅনশনে রূপ নেয়।
এরই মধ্যে গত বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রায় সোয়া এক ঘণ্টা ধরে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন প্রতিনিধি দলটি। কিন্তু দাবি পূরণ না হওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করতে রাজি হননি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তিতুমীর কলেজকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অনশন, রাস্তা অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
শুক্রবার জুমার নামাজের পর শিক্ষার্থীরা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন মিছিলের মাধ্যমে তারা তাদের দাবির প্রতি জোর দেন। এদিকে, অনশনরত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাবাংলা/এসএইচএস