সিরাজগঞ্জে একই পরিবারের ৩ জনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম
১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৪ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত স্বজনদের আহাজারিতে ভারি হয়েছে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৮), স্ত্রী সুমনা (২০) ও শফিকুলের ছোটবোন লাকী (২৫)।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী ও বোনকে অটোভ্যানে করে বেলকুচিতে নানা শ্বশুরের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে বাস চাপা দিলে শফিকুলসহ তাদের তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, অটোভ্যানে চড়ে যাবার পথে বাসচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এঘটনায় অটোভ্যানচালকসহ আরও তিনজন আহত হয়েছেন। মরদেহগুলো পরিবারের সদস্যদের হস্তান্তর করা হয়েছে।
নিহত শফিকুলের চাচাতো ভাই মাসুদ রানা আরো বলেন, মরদেহগুলো এখন বাড়িতে রয়েছে, বাদ জোহর একসঙ্গে দাফন কাজ সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, শফিকুল প্রায় ১৬ বছর যাবত বিদেশে ছিলেন, গত এক বছর আগে দেশে ফিরে বিয়ে করে আবার বিদেশে চলে যান। বিয়ের ৮ মাস পর গত ২২ দিন হলো আবার দেশে ফিরেছেন। আমরা কেউ এমন মৃত্যু মানতে পারছি না।
আরও পড়ুন- দাওয়াত থেকে ফেরার পথে স্ত্রী ও বোনসহ প্রাণ গেল প্রবাসীর
নিহত শফিকুলের বন্ধু মো. রাশেদ আলী বলেন, আমরা ছোট বেলা থেকে একসাথে বড় হয়েছি, দীর্ঘদিন ধরে শফিকুল বিদেশে ছিলেন। কিছুদিন হলো দেশে এসেছেন। শফিকুলসহ একই দিনে এক পরিবারের তিনজন মারা গেল। এটা আমরা কেউ মানতে পারছি না। পুরো এলাকা আজ নিস্তব্ধ।
সারাবাংলা/এনজে