Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের সাও পাওলোতে জুনে ‘মেড ইন বাংলাদেশ’ প্রদর্শনী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৭

সংবাদ সম্মেলনে ইমরান চৌধুরী। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: আগামী জুনে ব্রাজিলের সাও পাওলো শহরে বাংলাদেশি পণ্যমেলা অনুষ্ঠিত হবে। দেশটিতে বাংলাদেশি পণ্যের বিপুল চাহিদাকে কাজে লাগাতে প্রথমবারের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের পরিচালক ইমরান চৌধুরী।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইমরান চৌধুরী এ তথ্য দিয়েছেন।

ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের পরিচালক ইমরান চৌধুরী জানান, ‘মেড ইন বাংলাদেশ প্রদর্শনী-২০২৫’ শীর্ষক এ মেলা শুরু হবে ১৫ জুন। চলবে ১৮ জুন পর্যন্ত। ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার বাজারে বাংলাদেশী পণ্য বাজারজাতকরণ, সেদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে ব্যবসার জন্য আমন্ত্রণসহ দুই দেশের সংস্কৃতি ও নানা বিষয়ে পারস্পরিক সম্পর্ক সৃষ্টির জন্য ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ উদ্যোগ নিয়েছে।

সংবাদ সম্মেলনে ব্রাজিল দূতাবাসের ঢাকার ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভিরা জানুঝি, ব্রাজিল-বাংলাদেশ চেম্বারের সেক্রেটারি জেনারেল মো. জয়নাল আবেদীন, চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিচ কচি, সদস্য মুস্তফা নঈম, সাংবাদিক মো. শহীদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ, রফিকুল ইসলাম সেলিম ও মজুমদার নাজিম উদ্দিন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরডি/এসআর

চট্টগ্রাম প্রদর্শনী ব্রাজিলের সাও পাওলো মেড ইন বাংলাদেশ সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর