Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্যাসিস্ট পালানোর পর এখনো নাগরিক অধিকার প্রতিষ্ঠা হয়নি’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৯ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৭

ঢাকা: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ফ্যাসিস্ট সরকার পালানোর পর এখনো মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি বন্ধ হয়নি। সিন্ডিকেট করে জনদুর্ভোগ সৃষ্টি এখনো অব্যাহত আছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ফয়জুল করীম বলেন, ‘‘আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সিন্ডিকেট করা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। যারা রাজনীতিকে অর্থ উপার্জনের হাতিয়ার বানাচ্ছে তারাই অতীতে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে।’’

তিনি বলেন, ‘‘শুধু রাষ্ট্র সংস্কার নয়, যেসব রাজনৈতিক দলের পদ-পদবি ব্যাবহার করে তাদের নেতা-কর্মীরা আঙ্গুল ফুলে বটগাছ হয়েছে তাদের রাজনীতিরও সংস্কার করতে হবে।’’

ইসলামী যুব আন্দোলনের বরিশাল জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহর সভাপতিত্বে, হাফেজ মাওলানা মুহাম্মাদ রেজাউল করীমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, সংগঠনের কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা মুহাম্মাদ আল আমিন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ ইউনুস তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সভাপতি অধ্যাপক মুহাম্মাদ লোকমান হাকিম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর