Saturday 01 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিতুমীর কলেজে শিক্ষার্থীদের অনশনে মশার প্রকোপ, ডেঙ্গুর আশঙ্কা

তিতুমীর কলেজ প্রতিনিধি
১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৩

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে থাকা শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েই যাচ্ছে। তিন দিন ধরে চলা এই কর্মসূচিতে মশার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সরেজমিনে দেখা যায়, অনশনস্থলে সেলাইন হাতে বেশ কয়েকজন শিক্ষার্থী। কেউ শুয়ে আছেন দুর্বল শরীর নিয়ে। অনশনরত স্থানে মশার উপদ্রব দেখা যাচ্ছে। তবে এ সমস্যা সমাধানে কার্যকর কোন পদক্ষেপ নেই।

বিজ্ঞাপন

এ বিষয়ে তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদের জন্য অ্যারোসল এবং কয়েল কিনে দিয়েছি। সেখানে অনেক মশা, মশার কারণে শিক্ষার্থীদের ডেঙ্গু ঝুঁকি বাড়তে পারে।

তিনি আরো বলেন, রাত হলে শীতের প্রকোপ বেড়ে যায় তাই আমরা কলেজ প্রশাসন থেকে অনশনকারীদের জন্য ১০ টি কম্বল কিনে দিয়েছি।

অনশনরত শিক্ষার্থী রানা হতাশার সুরে বলেন, মৃত্যু হাতে নিয়ে অনশন করছি শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে। সেখানে মশা আমাদের আর কি করবে। তাও আমরা কয়েল, অ্যারাসল কিনে নিয়ে এসেছি।

সারাবাংলা/এমআর/এসএইচএস

সরকারি তিতুমীর কলেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর