Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি-রোহিতের দিকেই তাকিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩

রোহিত-কোহলি

চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই তারকা ক্রিকেটারের স্কোয়াডে থাকা নিয়েই ছিল শঙ্কা। ফর্মে না থাকা বিরাট কোহলি ও রোহিত শর্মাকে শেষ পর্যন্ত দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছে ভারত। টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় কোন গৌতম গম্ভীর বলছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে কোহলি-রোহিতের দিকেই তাকিয়ে থাকবে দল।

ওয়ানডে বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের পর থেকেই রোহির-কোহলির ব্যাটে রানের দেখা মিলছে না। বাংলাদেশ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া সিরিজে ব্যর্থ হওয়ায় দলে জায়গা পাওয়া নিয়েই প্রশ্নের মুখে পড়েছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছেন না কোহলি-রোহিত, এমন গুঞ্জনও উঠেছিল। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে রোহিতকে অধিনায়ক করেই ঘোষণা করা হয়েছে স্কোয়াড, আছেন কোহলিও।

বিজ্ঞাপন

গম্ভীর বলছেন, চ্যাম্পিয়নস ট্রফিতে রোহিত-কোহলির ব্যাট হাসবে, এমনটাই আশা পুরো দলের, ‘ড্রেসিংরুমে কোহলি-রোহিতের গুরুত্ব অনেক। তারা দুজনই দেশের জন্য অনেক কিছু করেছে। চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তারা রানের জন্য মুখিয়ে আছে। দেশের জন্য ভালো কিছু করতে চায়। ক্রিকেটের জন্য তাদের প্যাশন নিয়ে কারো সন্দেহ নেই। আশা করছি ভালো একটা টুর্নামেন্ট কাটবে তাদের।’

সবশেষ ৫০ ওভারের টুর্নামেন্টে ফাইনাল ম্যাচ ছাড়া বাকি সব টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। গম্ভীর অবশ্য বলছেন, বিশ্বকাপ আর চ্যাম্পিয়নস ট্রফি আলাদা, ‘বিশ্বকাপের সাথে এই টুর্নামেন্টের তুলনা হয় না। এখানে প্রতিটি ম্যাচই বাঁচা মরার লড়াই। এখানে শিরোপা জিততে হলে প্রায় সব ম্যাচেই জিততে হবে। কোথাও গিয়ে হোঁচট খেলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে।’

বিজ্ঞাপন
২৩ ফেব্রুয়ারি দুবাইতে টুর্নামেন্টের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। গম্ভীর অবশ্য এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ, ‘আমরা মনে করি না ২৩ তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের কাছে ৫টা ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। আমরা টুর্নামেন্ট জিততে যাচ্ছি, কোনো একটা বিশেষ ম্যাচ নয়। ভারত-পাকিস্তান মুখোমুখি হলে আবেগ একটু বেশি থাকে এটাই স্বাভাবিক। তবে আমরা অন্য ম্যাচগুলোর মতোই এই ম্যাচে মাঠে নামব।’
২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের চ্যাম্পিয়নস ট্রফির মিশন।

সারাবাংলা/এফএম

গৌতম গম্ভীর চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি ভারত রোহিত শর্মা

বিজ্ঞাপন

দখল ও দূষণমুক্ত হচ্ছে ঢাকার ৬ খাল
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭

৮ জেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৫৬

আরো

সম্পর্কিত খবর