বিএনপির কমিটি পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০০
মেহেরপুর: মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবিতে গাংনীতে পথসভা ও গণমিছিল করেছে বিএনপির একাংশ।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে জেলা আহবায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের কার্যালয়ের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ অরুন।
অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হোসেন, মেহেরপুর ছাত্রদলের সহ-সভাপতি রেজওয়ানুল হক ইমন, জেলা যুবদলের সহ-সভাপতি মফিজ উদ্দিন।
পথসভা শেষে গণমিছিলটি হাসপাতাল বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন যে, বর্তমান কমিটি অবৈধ। এ অবৈধ কমিটি যদি জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করলে তা আমরা মানবো না। আমরাও নতুন কমিটি ঘোষণা করব। আগামী ৭ ফেব্রুয়ারি মেহেরপুর জেলার ৩টি উপজেলায় বর্তমান কমিটির বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হবে।
সারাবাংলা/এসআর
গণমিছিল গাংনী পথসভা পুনর্বিবেচনার দাবি বিএনপির কমিটি মেহেরপুর