মহাখালীতে নোয়াখালীগামী ট্রেন আটকে দিয়েছে তিতুমীরের শিক্ষার্থীরা
৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৯ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯
ঢাকা: রাজধানীর মহাখালীতে নোয়াখালীগামী উপকুল এক্সপ্রেস ট্রেনটি আটকে দিয়েছে তিতুমীর কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা গত কয়েক দিন ধরে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে আন্দোলন করে আসছে। আজ তাদের রেলপথ ও সড়কপথ অবরোধের ঘোষণা ছিল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌঁনে ৪টার দিকে রেললাইন অবরোধ করে শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে কমলাপুর রেল স্টেশন থেকে উপকুল এক্সপ্রেস এলে শিক্ষার্থীরা ট্রেনটি আটকে দেয়। এখন ট্রেনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার জানিয়েছেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে তড়িঘড়ি করে কমলাপুরগামী ট্রেনগুলোকে বিভিন্ন স্টেশনে থামানো হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট স্টেশনে দুটি ট্রেন, বিমানবন্দর স্টেশনে দুটি ট্রেন, টঙ্গি স্টেশনে দুটি, ধীরাশ্রম স্টেশনে দুটি, জয়দেবপুর স্টেশনে দুটি ও নরসিংদী স্টেশনে দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এ ছাড়া কমলাপুর স্টেশনে আরও দুটি ট্রেন দাঁড়িয়ে আছে।
অন্যদিকে শিক্ষার্থীদের সড়কপথ অবরোধের ফলে মহাখালী-ময়মনসিংহ সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র যানজট দেখা দিয়েছে। গাড়িগুলো সড়কে থমকে রয়েছে। মহাখালী থেকে জাহাঙ্গীর গেট, মহাখালী থেকে তেজগাঁও এবং মহাখালী থেকে রেডিসন পর্ন্ত সড়কের উভয় পাশে যানবাহনগুলো থমকে রয়েছে।
ট্রাফিক পুলিশ বলছে, যানজট তীব্র আকার ধারণ করেছে। কোথাও কোথাও সবকিছু থমকে আছে। বিকল্প সড়ক ব্যবহারের জন্য যাত্রীদের আহ্বান করা হচ্ছে।
গুলশান বিভাগের পুলিশের উপ কমিশনার তারেক মাহমুদ সারাবাংলাকে বলেন, আমরা শিক্ষার্থীদের গতিবিধির ওপর খেয়াল রাখছি। তাদের বুঝিয়ে আন্দোলনটা তিতুমীরের সামনে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই তারা মানছেন না। বিষয়গুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এদিকে মহাখালীর রেলপথে শিক্ষার্থীদের অবস্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহীনির পক্ষ থেকে শিক্ষার্থীদের রেলপথ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে শিক্ষার্থীরা অবরোধ থেকে সড়েননি।
এর আগে, দুপুরে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সারাবাংলা/জিএস/এসএইচএস/ইআ