Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনারগাঁয়ে শীর্ষ ডাকাত সরদার সাদ্দাম গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৩৯

২১ মামলার আসামি ডাকাত সরদার মো. সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ

নারায়ণগঞ্জ: জেলার সোনারগাঁয়ে ২১ মামলার আসামি ডাকাত সরদার মো. সাদ্দাম হোসেনকে (৪২) গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. আবদুল বারী। রোববার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাদ্দাম হোসেন উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর এলাকার মো. মোজাম্মেল হোসেনের ছেলে।

সোনারগাঁ থানার ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ডাকাত সাদ্দামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় ওয়ারেন্ট আছে। মাদক ও ডাকাতিসহ ২১ টি মামলা রয়েছে তার নামে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ডাকাত সরদার সাদ্দাম নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর