হিজড়া ‘লিডার’ শীলাকে ছুরিকাঘাতে হত্যা
৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৬
রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাউখালীতে ছুরিকাঘাতে শীলা (৩৫) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ‘লিডারকে’ হত্যা করা হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শীলা বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। শিলা কাউখালী উপজেলার ‘হিজড়া লিডার’ হিসেবে পরিচিত।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘শিলা নামে এক হিজড়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলা ও পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এখনো তার আত্মীয়-স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তার মরদেহ উদ্ধার করে বেতবুনিয়া পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতা মর্গে পাঠানো হবে।’
তৃতীয় লিঙ্গের রাঙ্গামাটি জেলার সমন্বয়ক নয়ন জানান, বেতবুনিয়া এক হিজড়াকে মেরে ফেলার খবর পেয়েছি। তারা চট্টগ্রামের গ্রুপ। আমরা ঢাকার সঙ্গে যোগাযোগ রাখি।
সারাবাংলা/এসআর