Monday 03 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে চায়’


৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৫

কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতির সমাবেশে যোগ দিয়েছিলেন

খুলনা: কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে প্রাধান্য দিয়ে বিএনপি নতুন বাংলাদেশ গড়তে চায়। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধকে যারা ভূলণ্ঠিত করতে চায় তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। স্বাধীনতাকে নিয়ে যদি কেউ নতুন করে ষড়যন্ত্র করতে চাই তারা বোকার স্বর্গে বসবাস করে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ জাতীয় নির্বাচনকে গুরুত্ব না দিয়ে সংস্কারের নামে সময়ক্ষেপণ করছেন। সংস্কার যদি করতেই হয় তাহলে এ দেশের নির্বাচিত সরকার সংস্কার করবে। বর্তমান সরকারের দায়িত্ব হলো সুষ্ঠু, অবাধ ‍ও সর্বজন গ্রহণযোগ্য এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নতুন দল গঠন হলে আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু দল গঠনের নামে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার পায়তারা করলে তা মেনে নেওয়া হবে না।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, শেখ. আব্দুর রশিদ, এনামুল হক সজল প্রমুখ।

বিজ্ঞাপন

আজিজুল বারী হেলাল খুলনা বিএনপি

বিজ্ঞাপন

মেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৩২টি
৪ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর