Tuesday 04 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতাধিক সুপারিশ থাকছে জনপ্রশাসন সংস্কার প্রতিবেদনে

স্পেশাল করেসপডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২১ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৩

ঢাকা: জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন বুধবার (৫ ফেব্রুয়ারি) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। এ দিন দুপুর সাড়ে ১২টায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিবেদনে শতাধিক সুপারিশ থাকছে এবং সেগুলো বাস্তবায়ন সম্ভব।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘গত মাসেই আমাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ না হওয়ায় আমরা জমা দিতে পারিনি। কারণ, আমরা মাঠে গিয়েছি, লোকজনের সঙ্গে কথা বলেছি। বিভিন্ন জেলা-উপজেলায় গিয়ে কথা বলেছি, অনলাইনে আমরা মতামত নিয়েছি। এগুলোর ভিত্তিতে আজ প্রতিবেদন চূড়ান্ত করে সই করব। কাল (বুধবার) দুপুর সাড়ে ১২টায় আমরা প্রধান উপদেষ্টার অফিসে যাবো এবং তার কাছে প্রতিবেদন হস্তান্তর করব। একইসঙ্গে কাল আইন কমিশনও তাদের প্রতিবেদন জমা দেবে।

সুপারিশে কী কী থাকছে- এমন প্রশ্নের জবাবে এ সময় পাশে থাকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের বলেন, ‌‘প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি হবে পাবলিক ডকুমেন্ট। ওয়েবসাইটে দেওয়া হবে, সবাই জানতে পারবেন। আমরা চাই জমা দেওয়ার পরে সবাই জানুক, তাহলে ভুল বোঝাবুঝির অসুবিধা থাকে না।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারর পতনের পর গত ৮ আগস্ট দায়িত্বে আসে বর্তমান অন্তর্বর্তী সরকার। সরকারের অন্যতম প্রতিশ্রুতি রাষ্ট্র সংস্কার। তারই অংশ হিসেবে গত ৩ অক্টোবর ৮ সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এ কমিশনের প্রধান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী। পরে কমিশনের সদস্য সংখ্যা আরও তিনজন বাড়ানো হয়। জনমুখী, জবাবদিহিমূলক, দক্ষ ও নিরপেক্ষ জনপ্রশাসন ব্যবস্থা করে তুলতে এ কমিশন গঠন করা হয়। ৩ মাসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করার কথা থাকলেও তিন দফা বাড়িয়ে কমিশনের মেয়াদ বাড়িয়ে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই

আব্দুল মুয়ীদ চৌধুরী জনপ্রশাসন সংস্কার কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর