Friday 02 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ডিসি পার্কে হামলা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৯ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৬

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে হামলা ও ভাঙচুর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটের ডিসি পার্কে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসি পার্কের সামনে ট্রাক ও লরি দাঁড় করানোকে কেন্দ্র করে দর্শনার্থীদের সঙ্গে চালক ও সহকারীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে কিছু স্থানীয় জনতা ও ট্রাক চালকরা পার্কে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) সাদি উর রহিম জাদিদ সারাবাংলাকে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে ফিরছি। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সেখানে মাসব্যাপী ফুল উৎসব চলছে। হামলাকারীরা গেইট ভাঙচুর করেছে। প্রবেশপথে বিভিন্ন স্থাপনাও ভাঙচুর করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা এ হামলা চালিয়েছে তাদের শনাক্ত করা হচ্ছে। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। সেখানে পুলিশ, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/আইসি/পিটিএম

চট্টগ্রাম টপ নিউজ ডিসি পার্ক হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর