পেট্রোল পাম্প ধর্মঘট ৭ ঘণ্টা পর প্রত্যাহার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১০
রাজশাহী: সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুই দফা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার রাতে উত্তরের ১৬ জেলায় সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগ।
রাজধানী ঢাকায় বুধবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজশাহী বিভাগীয় নেতৃবৃন্দ বগুড়া জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা ধর্মঘট তুলে নেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। তিনি জানান, বগুড়া জেলা প্রশাসক ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুরোধে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
এর আগে পূর্ব নোটিশ ছাড়াই সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধ রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (বাপেওএ) রাজশাহী বিভাগ। মঙ্গলবার দিবাগত রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধর্মঘটের সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধের আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনা নোটিশে ও কোনো আনুষ্ঠানিক চিঠি ছাড়া সওজ বিভাগ আকস্মিক উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে পেট্রোল পাম্প মালিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘আমরা দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স মেনে এবং নিয়মিত রাজস্ব প্রদান করে ব্যবসা পরিচালনা করে আসছি। অথচ এমন আকস্মিক উচ্ছেদ অভিযান অতীতে কখনো দেখা যায়নি। এতে ব্যবসায়ী সমাজের মধ্যে উদ্বেগ ও ভীতি সৃষ্টি হয়েছে।’
নওগাঁর সান্তাহারে পূর্ব ঘোষণা ছাড়াই দুটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্পগুলোতে এ ধর্মঘট ডাকা হয়েছে। বিজ্ঞপ্তিতে রাজশাহী ও রংপুর বিভাগের পেট্রোল পাম্প মালিকদের এ ধর্মঘট সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
রাজশাহী জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মনিমুল হক জানান, ঘোষণা ছাড়া হঠাৎ করেই নওগাঁতে দুটি পেট্রোল পাম্প উচ্ছেদ করা হয়েছে। এতে মালিক সমিতির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। যেকোনো সময় আমরা উচ্ছেদের আতঙ্কে রয়েছি। এই কারণে ধর্মঘট দেওয়া হয়েছিল। বিকেল তিনটার পর থেকে রাজশাহী ও রংপুর বিভাগের সকল পাম্পে আবারও তেল সরবরাহ শুরু হয়েছে।
সারাবাংলা/এসআর