Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাস্তায় চাঁদাবাজ ও মধ্যস্বত্তভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের’

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৩ | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩৮

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

ঢাকা: কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে কৃষকদের বাঁচাতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বানও জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘গেলো বছর কয়েক দফা বন্যায় ফসলের বিপুল ক্ষতি মেটাতে এবার ব্যাপকভাবে শীতকালীন শাকসবজি আবাদ করেছেন কৃষকেরা। ভালো ফলন পেলেও ফসলের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা। বীজ, সার, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরি দিয়ে ফসল ফলাতে যে পরিমাণ ব্যয় করেছে সে হিসেবে ফসল বিক্রি করে তা তুলতে পারছেন না তারা। কৃষকরা ২ থেকে ৩ টাকা মূল্যে যে লাউ বিক্রি করেছে তা রাজধানীতে ১৫ থেকে ২০ টাকা দামে বিক্রি হচ্ছে। আবার, ২ থেকে ৩ টাকা দামের টমেটো রাজধানীতে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৫ থেকে ১৭ টাকায়। ৩ থেকে ৪ টাকা দামের বেগুন রাজধানীতে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। কৃষক প্রতি পিছ ফুলকপির দাম ২ থেকে ৩ টাকা পেলেও রাজধানীতে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। রাস্তায় রাস্তায় চাঁদাবাজী ও মধ্যস্বত্তভোগীদের মুনাফার লোভে জীবন যাচ্ছে কৃষকের। এ ব্যাপারে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। তাছাড়া, একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষিপণ্য সংরক্ষণ ও শুধুমাত্র বাজারের চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক হিমাগারসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

একইসঙ্গে বীজ, সার ও কীটনাশকের দাম কমাতেও দাবি জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

জাতীয় পার্টি (জাপা) জি এম কাদের

বিজ্ঞাপন

ফাঁক-ফোকর গলে বইমেলায় ঢুকছে হকার
৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০

আরো

সম্পর্কিত খবর