জাতীয় দলে তিনি ব্রাত্য অনেকদিন ধরেই। ইউরোপের পাট চুকিয়ে মার্সেলো ফিরেছিলেন ব্রাজিলে, সেখানেও বেশিদিন খেলতে পারেননি, হয়েছেন ক্লাবছাড়া। শেষ পর্যন্ত ফুটবলকেই বিদায় বলার সিদ্ধান্ত নিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এক বিবৃতিতে মার্সেলো আজ জানিয়েছেন, সব ধরনের ফুটবলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সে তার ফুটবলের হাতেখড়ি। এরপর ২০০৭ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন মার্সেলো। রিয়ালের হয়েই তিনি জিতেছেন সবকিছু। দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে মার্সেলো খেলেছেন ৩৮৬ ম্যাচ। ক্লাবে হয়ে জিতেছেন ৬টি লা লিগা ও ৫টি চ্যাম্পিয়নস লিগ।
রিয়াল ছেড়ে অলিম্পিয়াকোস ঘুরে সেই ফ্লুমিনেন্সেই ফিরেছিলেন ৩৬ বছর বয়সী মার্সেলো। গত বছর কোচের সাথে বাকবিতণ্ডার জেরে তার সাথে চুক্তি বাতিল করে ক্লাবটি। এরপর থেকেই ক্লাবহীন অবস্থান আছেন তিনি।
ব্রাজিলের হয়ে ২০০৬ সালে অভিষেক হয়েছিল মার্সেলোর। সেলেসাওদের হয়ে সবশেষ ২০১৮ সালে মাঠে নেমেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন মোট ৫৮ ম্যাচ।
এবার এক ভিডিও বার্তায় মার্সেলো বিদায় বললেন সব ধরনের ফুটবলকেই, ‘ফুটবলার হিসেবে আমার যাত্রা এখানেই শেষ। তবে ফুটবলকে আমার দেওয়ার অনেক কিছু আছে।’