Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ডিবি হেফাজতে

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৬ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:০১

অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছবি: সংগৃহীত

ঢাকা: অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাধের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্তি কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাধের জন্য ডিবিতে আনা হয়েছে।

এদিকে, সন্ধ্যায় মেহের আফরোজ শাওনের জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।

সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় স্থানীয় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা তার পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

অভিনেত্রী গ্রেফতার মেহের আফরোজ শাওন

বিজ্ঞাপন

১৭ মে আইএসপিএবি’র ভোট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪

শুভ কামনায় সিক্ত বিআইজেএফ নেতারা
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১২

আরো

সম্পর্কিত খবর