Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ব্রেকফাস্টে অংশ নিল বিএনপির প্রতিনিধি দল

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২১

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’-এ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান

ঢাকা: যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জায়মা রহমান।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টায় হোয়াইট হাউজে এই অনুষ্ঠান হয়। বাংলাদেশ সময় রাত ২ টায় বিএনপির ফেইসবুক পেইজে বলা হয়, “এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।”

বিজ্ঞাপন

বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজে বলা হয়, ‘‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্য এবং আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ, কূটনীতিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তি এবং পেশাজীবীরা অংশ নিয়েছেন।’’

গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়।

সারাবাংলা/এজেড/এনজে

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট বিএনপি যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

কমেছে তাপমাত্রা, প্রভাব নেই ঢাকাতে
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৯

আরো

সম্পর্কিত খবর