Friday 07 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ার সাবেক এমপির ২ বাড়ি ও ১১ নৌ যানে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৮

হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাস ভবনে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলীর দুটি বাস ভবন ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় তারা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায়ও আগুন দিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে এ ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে হাতিয়া উছখালি বাজারের দক্ষিণে মোহাম্মদ আলীর বাসার দিকে উত্তেজিত ছাত্র-জনতা মিছিল নিয়ে যায়। এ সময় ভিতর থেকে ধাওয়া দিলে তারা পিছু হটে। এ সময় ভিতর থেকে ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে রাত আনুমানিক আড়াইটার দিকে কয়েক হাজার ছাত্র-জনতা একত্রিত হয়।

স্থানীয়রা আরও জানান, পরে তারা প্রথমে উছখালি বাজারের দক্ষিণের এমপির পুল এলাকাস্থ বাসায় এবং পরে উছখালি বাজারের উত্তরে ব্রিকফিল্ড এলাকাস্থ বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে এবং এক পর্যায়ে দুই বাড়িতে আগুন দেয়। এতে দুটি দোতলা ভবন, একটি গোডাউন, একটি গাড়ির গ্যারেজ, জেনারেটর রুম ও কয়েকটি গোলঘর পুড়ে যায়। পরে ভোরের দিকে নলচিরা ঘাটে থাকা মোহাম্মদ আলীর ৭টি স্প্রিটবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় নৌকায় আগুন দেয় ছাত্র-জনতা।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সারাবাংলা/এনজে

এমপি নোয়াখালী বাড়ি ভাঙচুর হাতিয়া

বিজ্ঞাপন

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৬

আরো

সম্পর্কিত খবর