Saturday 08 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ আজ থেকেই

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:২৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২২

বাংলাদেশে বিদেশি নাগরিকদের বৈধ হতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ

ঢাকা: শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের ধরতে আজ রাত থেকেই গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করবে আইন শৃঙ্খলা বাহিনী।

শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ থেকেই গাজীপুর এলাকাসহ সারাদেশে এই অভিযান শুরু হবে।

“অপারেশন ডেভিল হান্ট” এর ব্যাপারে রোববার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

সারাবাংলা/ইউজে/ইআ

অপারেশন ডেভিল হান্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর