ছবির গল্প
শীত বিকেলে বইয়ের রাজ্যে
৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১০ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৯
‘জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ নির্মাণ’— প্রতিপাদ্যে শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। আবহমানকাল থেকেই আমাদের দেশে হরেক রকমের মেলার আয়োজন হয়ে থাকে। তার মধ্যে ’৫২-এর একুশে ফেব্রুয়ারির চেতনা ধারণ করে প্রতিবছর বাংলা একাডেমি আয়োজন করে থাকে অমর একুশে বইমেলা। জ্ঞান বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো বই। বই ছাড়া জ্ঞানার্জনের সঠিক পথ নেই। বই মানুষের জাগতিক, মনস্তাত্মিক, নৈতিক, দার্শনিক ও আধ্যাত্মিক উচ্চমার্গে উপনীত হওয়ার প্রধান সোপান। সেই সোপানকে নিয়েই মাসব্যাপী আয়োজনে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে চলছে মেলা। যদিও মেলা এখনো জমেনি। তবে মানুষের আনাগোনা দিন দিন বাড়ছে। দর্শনার্থীর সংখ্যা বাড়লেও বই বিক্রি এখনো আশানুরূপ নয়। বাংলা একাডেমি ঘুরে লেখক, পাঠক ও স্টলগুলোতে মানুষের আনাগোনা এবং নতুন বইয়ের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/পিটিএম