Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪ বছর পর অস্ট্রেলিয়ার শ্রীলংকা জয়

স্পোর্টস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২১

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল অজিরা

প্রথম টেস্ট জিতে কাজটা সহজ করে রেখেছিলেন তারা। গলে শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়েই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে ১৪ বছর পর শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল স্টিভ স্মিথের দল।

টেস্টের চতুর্থ দিনের শুরুতে দুই উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে বেশিক্ষণ টিকতে পারেনি লংকানদের লেজ। ঘণ্টাখানেকের মাঝেই গুটিয়ে যায় শ্রীলংকা। দ্বিতীয় ইনিংসে ২৩১ রানে অলআউট হওয়া লংকানরা অজিদের বিপক্ষে লিড নেয় ৭৪ রানের।

বিজ্ঞাপন

৭৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে একেবারেই হ্যাপা পোহাতে হয়নি অস্ট্রেলিয়াকে। ট্রাভিস হেড ও উসমান খাজা আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুতই লক্ষ্যের দিকে এগিয়ে যায় অজিরা। ২৭ রান করে হেড ফিরলেও দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন খাজা ও লাবুশেন। ১৮ ওভারের মাঝেই ৯ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

এই জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল অজিরা। সবশেষ শ্রীলংকার মাটিতে ২০১১ সালে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল রিকি পন্টিংয়ের দল। এরপর দুইবার এখানে টেস্ট সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ২০১৬ সালে সিরিজ হেরেছিলেন তারা। ২০২২ সালের সিরিজ হয়েছিল ড্র।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্রের এটিই ছিল শেষ টেস্ট। আগামী জুনে লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এফএম

অস্ট্রেলিয়া-শ্রীলংকা সিরিজ