নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল
৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০২
ঢাকা: জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয়ে জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে।
রোববার (৯ ফ্রেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আসেন বিএনপির প্রতিনিধি দল।
উল্লেখ্য, গত ২১ নভেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএম এম নাসির উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের পর এটি বিএনপির প্রথম বৈঠক।
বিএনপি এ বছরের মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচন চায়। এরইমধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জনমত গড়ে তুলতে বিএনপি সারাদেশে ৬৪টি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে। তার অংশ হিসেবে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।
সারাবাংলা/এনএল/ইআ