Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরএফইডি’র নির্বাহী সদস্য নির্বাচিত সারাবাংলার নাজনীন লাকী

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫২ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৩

নাজনীন লাকী।

ঢাকা: নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল। সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক বাংলাদেশে প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক গোলাম রাব্বানী। কমিটির নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে সারাবাংলা ডট নেটের স্টাফ করেসপন্ডেন্ট নাজনীন লাকী।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় নাজনীন লাকীকে অভিনন্দন জানান সারাবাংলা ডট নেটের সম্পাদক ও প্রকাশক সাইফুল ইসলাম সিদ্দিক ও হেড অব নিউজ গোলাম সামদানী।

এ সময় সারাবাংলা ডট নেটের হেড অব নিউজ গোলাম সামদানী বলেন, ‘নাজনীন লাকী একজন মেধাবী ও পরিশ্রমী সাংবাদিক। তার এ সাফল্যে আমরা খুশি। আমার বিশ্বাস তার পরিশ্রম ও সততা দিয়ে সে সাংবাদিক নেতৃত্বে এগিয়ে যাবে সফলভাবে।’

আরএফইডি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

এদিকে, আরএফইডি নির্বাচনে কার্যনির্বাহী কমিটির অন্য পদগুলোর মধ্যে- সহ-সভাপতি পদে আ ন ম মুহিবুব উজ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক- মো.আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক- মাসুদ রায়হান পলাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দফতর সম্পাদক পদে মো.আল-আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক- নির্বাচিত হয়েছেন এম এম লিংকন।

এ ছাড়া, কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত ও জাহিদুল ইসলাম।

নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাফিজ। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান।

উৎসবমুখর পরিবেশে আরএফইডি সংগঠনের ৮৫ জন সদস্যের মধ্যে ৮০জন নির্বাচনে ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/এসআর

আরএফইডি কার্যনির্বাহী কমিটি নাজনীন লাকী নির্বাচন কমিশন বিট নির্বাহী সদস্য নির্বাচিত