Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলার ৯ম দিনে নতুন বই এসেছে ৯৭টি

সারাবাংলা ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮

অমর একুশে বইমেলা ২০২৫। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলা ২০২৫-এর ৯ম দিন ছিল রোববার (৮ ফেব্রুয়ারি)। এদিন মেলায় নতুন বই এসেছে ৯৭টি। এর মধ্যে গল্পের বই আটটি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ পাঁচটি, কবিতা ৩১টি, ছড়া একটি, জীবনী চারটি, রচনাবলী একটি, বিজ্ঞান দু’টি, ভ্রমণ একটি, ইতিহাস একটি, রাজনীতি দু’টি, ধর্মীয় তিনটি, অনুবাদ একটি, অভিধান একটিসহ অন্যান্য বই রয়েছে ১১টি।

বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘মাকিদ হায়দারের কবিতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন চঞ্চল আশরাফ। আলোচনায় অংশ নেন আসিফ হায়দার এবং শাওন্তী হায়দার। সভাপতিত্ব করেন আতাহার খান।

লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন- আবু সাঈদ খান ও পাভেল পার্থ। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সাহেদ মন্তাজ, শাহ কামাল সবুজ এবং আফরোজা পারভীন। এদিন ছিল ফয়জুল আলম পাপ্পুর পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন’ এবং ঢালী মোহাম্মদ দেলোয়ারের পরিচালনায় নৃত্যসংগঠন ‘বুলবুল একাডেমি অব ফাইন আর্টস (বাফা)’—এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন মজুমদার, শারমিন সাথী ইসলাম, সুনীল সূত্রধর, ড. পরিতোষ মণ্ডল, ফারহানা আক্তার শার্লি এবং শাহনাজ নাসরীন ইলা। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বিশ্বজিৎ সরকার (তবলা), রবিনস্ চৌধুরী (কী—বোর্ড), গাজী আবদুল হাকিম (বাঁশি) এবং ফিরোজ খান (সেতার)।

আগামীকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলার ১০ম দিন মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন মাশরুর ইমতিয়াজ। আলোচনায় অংশ নেবেন সালমা নাসরীন ও মামুন অর রশীদ। সভাপতিত্ব করবেন অধ্যাপক মনসুর মুসা।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর