Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)

ঢাকা: সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ভর্তুকি মূল্যে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম।

রোববার (৯ ফেব্রুয়ারি) টিসিবির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তার কাছে ঢাকা মহানগরী এবং চট্টগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর বিক্রয়ের ব্যবস্থা নেওয়া। যেকোনো ভোক্তা লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন। ভ্রাম্যমান ট্রাকে বিক্রয় কার্যক্রম ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

একজন ভোক্তা ১০০ টাকা লিটারে ২ লিটার তেল, ৬০ টাকা কেজিতে ২ কেজি মশুর ডাল, ৭০ টাকায় ১ কেজি চিনি, ৬০ টাকা দরে ২ কেজি ছোলা ও ১৫৫ টাকা কেজিতে হাফ কেজি খেজুর কিনতে পারবেন।

টিসিবির অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি করে জেলা প্রশাসক ও সিটি করপোরেশন কার্যালয়ে পাঠানো হয়েছে।

এ ছাড়াও, ছয় লাখ কার্ড প্রিন্টিং শেষ পর্যায়ে রয়েছে; যা চলতি মাসেই পাঠানো হবে। চলমান কার্ড তৈরির জন্য এরই মধ্যে ১৫ লাখ ডাটা এনআইডি ইন্টিগ্রেশন হয়েছে। সরকার থেকে এই কার্ড বিনামূল্যে ভোক্তাদের দেওয়া হচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টিসিবি পণ্য বিক্রি সোমবার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর