Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের বিয়ে
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৯ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২০

স্ত্রী সাথী খাতুনের মরদেহ। ছবি: সারাবাংলা।

পাবনা: পাবনায় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল স্ত্রী সাথী খাতুনের (১৭)। এ ঘটনায় স্বামী শাওন ইসলামকে (১৯) আটক করেছে পুলিশ।

প্রেম করে বিয়ে করার দেড় বছরের মাথায় সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে পাবনার পৌর দিলালপুর টেকনিক্যাল এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সাথী খাতুন গয়েশপুর ইউনিয়ন দক্ষিণ মাছিমপুর গ্রামের মো. নবিরুল ইসলামের মেয়ে। আটক স্বামী শাওন ইসলাম পৌর দিলালপুর পুরাতন টেকনিক্যাল এলাকায় মো. শরিফ উদ্দিনের ছেলে।

স্থানীয় ও পুলিশের সূত্রে জানা যায়, দেড় বছর আগে সাথী ও শাওনের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের পর থেকে সংসারে কলহ চলছিল। প্রায়ই স্বামী মারধর করতো সাথীকে। সকালে স্ত্রী বাবার বাড়ি যেতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শাওন পেছন থেকে সাথীকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসআর

ছুরিকাঘাতে মৃত্যু পাবনা স্ত্রী হত্যা স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর