Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জালেমকে ছেড়ে দেওয়াই হবে বড় জুলুম: চরমোনাই পীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩০ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩১

গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি: সারাবাংলা।

রাঙ্গামাটি: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির শীর্ষনেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ওরফে শায়েখে চরমোনাই বলেছেন, ‘আমরা গণহত্যার বিচার চাই। গণহত্যার বিচার করতেই হবে। যদি হত্যাকারীকে ছেড়ে দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় জুলুম হবে। এর চেয়ে বড় জুলুম আর কিছু নেই। মনে রাখতে হবে জালেমকে ছেড়ে দেওয়াই হবে বড় জুলুম।’

বিজ্ঞাপন

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে প্রয়োজনীয় সংস্কার করুন। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আমি পিআর সিস্টেমে (সংখ্যানুপাতিক হারে) নির্বাচন চাই। সংখ্যানুপাতিকভাবে নির্বাচন হলে জাতীয় সরকার গঠন হবে। ব্যক্তি দেখে নয়, প্রতীক দেখে মানুষ ভোট দেবে। প্রত্যেক মানুষের প্রতিনিধি সংসদে থাকবে, প্রত্যেকের কথা বলতে পারবে, তাহলে পেশি শক্তির ব্যবহার হবে না।’

‘ছাত্র-জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার; দুর্নীতিবাজদের গ্রেফতার; অবৈধসম্পদ বাজেয়াপ্ত ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা; সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি নিয়ে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে তিনি আরও বলেন, ‘ইসলামের গোটা অর্থনীতি গরীবদের জন্য। যদি ইসলামী অর্থনীতি এপ্লাই করা হয়, আগামী ৫-১০ বছরের মধ্যে সমস্ত গরীবরা দরিদ্রসীমার উপরে চলে যাবে। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি এক হাজার বছর চলতেও কোনো গরীব ধনী হবে না। বরং ধনীরা শুধু ধনী হবে, গরীবরা শুধু গরীব হবে। তফাৎ হলো গরীবরা ইসলামকে পছন্দ করে না।’

মুফতি ফয়জুল করীম আরও বলেন, ‘আমরা খুন, ঘুম, চুরি-ডাকাতি, অপহরণ দেখতে চাই না, আমরা দুর্নীতি, আয়নাঘর দেখতে চাই না। কোনো মায়ের বুক খালী হোক, আমরা চাই না। আমরা চাই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক। মানুষ ঘুমাবে ঘরের দরজা খোলা রেখেই। নিরাপদে থাকবে। আমাদের মা-বোনরা রাস্তায় বেরুবে, ধর্ষিত হবে না, লুন্ঠিত হবে না। আমরা এমন প্রশাসন চাই, যে প্রশাসন আমাদের সম্মান করবে, শ্রদ্ধা করবে। আমরা চাই বুয়েটের আবরার ফাহাদের মতো কাউকে ছাত্রলীগের মতো কেউ হত্যা করবে না। বিশ্বজিতের মতো কাউকে কুপিয়ে মারবে না।’

বিজ্ঞাপন

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুহাম্মদ জান্নাতুল ইসলাম, দলটির কেন্দ্রীয় সদস্য আল মুহাম্মদ ইকবাল, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মো. শরিফুল আলম চৌধুরীসহ আরও অনেকে।

সমাবেশের শেষ দিকে প্রধান অতিথির বক্তব্য শেষে দলটির শীর্ষ নেতা মুফতি ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাঙ্গামাটি জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে মুহাম্মদ জসিম উদ্দিনকে সভাপতি, পারভেজ তালুকদারকে সহ-সভাপতি ও মাওলানা ওমর ফারুককে সেক্রেটারি ঘোষণা করে শপথবাক্য পাঠ করান তিনি।

সারাবাংলা/এসআর

ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই পীর জালেম জুলুম মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম রাঙ্গামাটি শায়েখে চরমোনাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর