‘ক্ষমতা গ্রহণের পরই ডেভিল হান্ট শুরু করলে গাজীপুরে আক্রমণ হতো না’
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৬
ঢাকা: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার তিন দিন আগে ডেভিল হান্ট শুরু করেছে। জনগণের পক্ষ থেকে জানতে চাই, এই ডেভিল হান্ট কেন সময় মতো করা হলো না? সচিবালয়ে আগুন, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর আক্রমণ হতো না যদি আপনারা ক্ষমতা গ্রহণের পরপরই ডেভিল হান্ট শুরু করতেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল আয়োজিত প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ আয়োজন করা হয়।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘অসংখ্য আহত নেতাকর্মী- যাদের চোখ নাই, হাত নাই, পা নাই; তাদের মা চোখের পানি ফেলছেন, চিকিৎসা নিতে পারছে না, তাদের দাবি আপনি (প্রধান উপদেষ্টা) আর দীর্ঘায়িত করবেন না। অনুগ্রহ করে নির্বাচনের তারিখ দিন। বিলম্বিত হলে আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে ইতিহাস, সেটা কলঙ্কিত করবে আওয়ামী লীগের ডেভিল হান্টের সদস্যরা।’
তিনি বলেন, ‘‘নির্বাচন ২০২৬ এর মাঝামাঝি হতে পারে, এমন কথা বলে দেশের মানুষকে আতঙ্কিত করার কোনো প্রয়োজন নেই। সংস্কার কম সময়ের মধ্যে করে নির্বাচনের রোডম্যাপ দিন, তারিখ দিন। তাড়াতাড়ি করুন, না হলে অস্থিরতা বেড়ে যাবে। আবার কোনো ষড়যন্ত্র ঢুকে পড়বে। সেই ষড়যন্ত্র রুখতে রুখতে সময় অতিবাহিত করবেন, আমরা সেটা গ্রহণ করব না।’’
আয়োজক সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জুয়েল খন্দকারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।
সারাবাংলা/এজেড/এইচআই