Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আমরণ অনশনে প্রাথমিকে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩৮

শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বাতিল হওয়া সুপারিশ প্রাপ্ত শিক্ষকরা।

ঢাকা: দাবি আদায়ে এবার আমরণ অনশন শুরু করেছেন প্রাথমিকে শিক্ষক পদে তৃতীয় ধাপের নিয়োগ বঞ্চিত সুপারিশপাপ্ত শিক্ষকরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৬টার দিকে জরুরি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন নিয়োগ বঞ্চিত শিক্ষকদের সমন্বয়ক পিয়াস তালুকদার।

তিনি বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা শাহবাগে অবস্থান নিয়েছি, দাবি আদায় না হলে মৃত্যু অবধি এখানেই আমরা অনশন করব। আমরা কোনো অন্যায় দাবি করিনি। তিন ধাপে প্রাথমিকের শিক্ষকদের নিয়োগ পরীক্ষা হয়েছে। প্রথম দুটি ধাপে ঠিক মত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাহলে নিয়ে তৃতীয় ধাপ নিয়ে কেনো এতো টানাহেঁচড়া শুরু হয়েছে।’

পিয়াস তালুকদার বলেন, ‘আজ অন্যায়ভাবে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। আমাদের নারীদের পিটিয়েছে। অনন্ত ১৫ জনকে অন্যায়ভাবে আটক করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমরা দাবি না আদায় না হওয়া পর্যন্ত অবস্থানস্থল ত্যাগ করব না।’ এ ছাড়া তিনি পুরুষ পুলিশ কর্তৃক মেয়েদের গায়ে হাত দেওয়ার তীব্র নিন্দা জানান।

তিনি বলেন ‘বিনা কারণে গ্রেফতারকৃত ভাই বোনদের ১ ঘণ্টার মধ্যে ছেড়ে দিতে হবে। আমাদের দাবি আদায় না হলে আমরা রাজপথে আত্নহত্যা করব। পুলিশ কর্তৃক আহত ভাই বোনদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ সরকার আমাদের সুপারিশ করে, আজ কেন আমাদের রাজপথে রক্তাক্ত করল এর জবাব চাই। আগামীকালকের মধ্যেই অবৈধ প্রহসনের এ রায় বাতিল করে আমাদের যোগদান নিশ্চিত করতেই হবে।’

এ সময় আন্দোলনরত নারীরা বলেন, ‘বৈষম্যমূলক আন্দোলন আমরা এ জন্য করেছি যে আমাদের নারীদের রাস্তায় ফেলে পিটাবে? প্রাথমিকের নিয়োগে আমরা বৈষম্যের শিকার হয়েছি। এখানে সুপারিশ প্রাপ্ত হওয়ার পর আমরা আমাদের আগের চাকরি ছেড়ে দিয়েছি। এখন নিয়োগ না হলে মৃত্যু ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না।’

বিজ্ঞাপন

এ দিন দুপুর ১২টার আগ থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন প্রাথমিকে নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। পরে দুপুর ২টার পর থেকে কয়েক দফায় তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। কিন্তু তারপরও শাহবাগ মোড়ে অবস্থান করেন এই শিক্ষকরা। এর পর তাদের অন্তত ১৫ জনকে আটক করলে ছত্র ভঙ্গ হয়ে পড়েন তারা। এর পরেই তারা শাহবাগে অনশনের জন্য বসে পড়েন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

আমরণ অনশন নিয়োগ বঞ্চিত সুপারিশপাপ্ত শিক্ষকরা প্রাথমিকে নিয়োগ বঞ্চিত শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর