অপারেশন ডেভিল হান্ট: পটুয়াখালীতে আটক ২৯
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২
পটুয়াখালী: পটুয়াখালীতে যৌথবাহিনী পরিচালিত অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলায় বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পটুয়াখালী পুলিশ সুপার জাহিদ হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মহিপুর থানা আওয়ামী যুবলীগের কমিটির সদস্য ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. মামুন হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. রফিক মিয়া, টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. চাঁন মিয়া, লালুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মো. মনিরুল ইসলাম, নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. রনি সহ ২৯ জন।
পুলিশ সুপার জাহিদ হাসান জানান, জেলায় সোমবার(১০ ফেব্রুয়ারি) ১৭ জনকে আর আজকে ১২ জনকে আটক করা হয়েছে।
সারাবাংলা/এইচআই