Tuesday 11 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐক্যবদ্ধ না থাকলে ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল হবে না’

স্পেশাল করেসপডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৩৯

জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথি নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না

ঢাকা: জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ না থাকলে ছাত্র-জনতার অভ্যুত্থানের উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

২৪ এর গণঅভ্যুত্থানে আহতের সুচিকিৎসা ও পূর্নবাসনের দাবিতে এই প্রতীকী অনশন কর্মসূচি আয়োজন করে ২৪-এর গণঅভ্যুত্থান শহিদ ও আহতদের পরিবার। তিন ঘণ্টা প্রতীকী অনশনের পর মাহমুদুর রহমান মান্না আহতদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

মান্না বলেন, ‘আমি দুইটি অভ্যুত্থানের উদাহরণ দেব। বিশাল অভ্যুত্থান হয়েছিল মিশরে। কিন্তু সেখানে দলাদলি করতে করতে গিয়ে গণতন্ত্র চলে গেছে, সমৃদ্ধির সম্ভাবনা চলে গেছে। আর তার পাশে আছে তিউনেশিয়া। সেটা আরও দরিদ্র দেশ ছিল। তারপরও সেই দেশের সবাই উপলব্ধি করেছে যে আমরা যদি এক সঙ্গে কাজ না করি তাহলে দেশ গড়ে উঠবে না। তারা একত্রিত হবার জন্য, ঐক্য গড়ে তোলার জন্য সংগ্রাম করেছে। ফলে তিউনিশিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি- আজকের বাংলাদেশও সামনের দিকে এগুবে। আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতে পারব, যদি আমরা সকলে ঐক্যদ্ধ থাকি দেশ ও জাতির স্বার্থে। প্রত্যেকে বিশ্বাস করে এ দেশে বদলে দেওয়া সম্ভব এবং দেশ গড়া এখন থেকে চলবে। হতে পারে মাঝে মাঝে আপনারা দেখবেন বৈষম্য, মাঝে মাঝে আপনারা দেখবেন বৈরিতা, মাঝে মধ্যে দেখবেন দলে দলে বিভক্তি। তারপরেও শেষ বিচারে আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতে চাই, সেটা হচ্ছে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, সেটা অর্থনৈতিক স্বার্থে হোক, গণতন্ত্রের জন্য হোক, স্বাধীনতার প্রশ্নের সমগ্র জাতি ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিজ্ঞাপন

মান্না বলেন, ‘আমরা যখন কেরালার কথা বলি যদিও এটি দেশ নয়, একটা রাজ্য। কিন্তু ভুটান একটা দেশ তার কথা বলি। ভুটানে মিনিস্ট্রি অব হেপিনেজ আছে সুখের মন্ত্রণালয়। তারা জনগণে সুখ কীভাবে সৃষ্টি হয় বা সৃষ্টি করা যায় সেই কাজ করে। আমরাও বাংলাদেশে ওরকম একটা শান্তির সুখের প্রশান্তির দেশ গড়তে চাই।’

রেজাউল কবির রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর দক্ষিণ বিএনপির অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, মুক্তিযোদ্ধা দলের মিয়া মো. আনোয়ার প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

প্রতীকী অনশন কর্মসূচি মাহমুদুর রহমান মান্না

বিজ্ঞাপন

‘সড়ক দুর্ঘটনা যুদ্ধের চেয়েও ভয়াবহ’
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১২

৬ জেলায় বিএনপির সমাবেশ আজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর