Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিস্তা নিয়ে বিএনপির ২ দিনের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৩

ঢাকা: অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি কর্মসূচি পালন করবে বিএনপি। এ তথ্য জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাইরুল কবির খান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে তিনি গণমাধ্যমকে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাইবান্ধায় এ কর্মসূচি উদ্বোধন করবেন। আর লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৭ ফেব্রুয়ারি গাইবান্ধায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। ১৮ ফেব্রুয়ারি লালমনিরহাট সীমান্তে সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন।

বিএনপির সূত্র জানিয়েছে, দুই দিনের কর্মসূচিতে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু, তিস্তা ব্যারাজ পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে তাঁবু করে এ সমাবেশ করবে দলটি।

জানা যায়, এর আগে ২০১৪ সালের ২২ এপ্রিল তিস্তা ইস্যুতে ঢাকা থেকে লংমার্চ করেছিল বিএনপি। নীলফামারীর ডালিয়া ব্যারেজ অভিমুখে লংমার্চ যাত্রা শুরু হয়ে ডালিয়ায় তিস্তা ব্যারেজের কাছে সমাবেশের মধ্য দিয়ে ২ দিনের কর্মসূচি শেষ হয়েছিল তখন। এরপর রাজনৈতিক সিদ্ধান্তের অপেক্ষায় আটকে থাকলেও ৮ জেলার ৪২ ইউনিয়নে তিস্তার ভাঙন ও বন্যা থেমে নেই। ফলে প্রতিবছর হাজার হাজার মানুষ উদ্বাস্তু হচ্ছে। বিলীন হচ্ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি।

খরার সময়ে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও খননের কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছেন রংপুরের বাসিন্দারা। এবার কর্মসূচি দলীয়ভাবে না করে নতুন ব্যানারে করার মধ্য দিয়ে বিএনপি কী বার্তা দিতে চায়, সেটি উঠে আসবে এই কর্মসূচিতে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এমপি

তিস্তা ইস্যু বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর