Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্রলীগের লিপ্টনকে পুলিশের কাছে সোর্পদ করেছে ঢাবি প্রশাসন

ঢাবি করেসপনডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৮

ছাত্রলীগের ঢাবি শাখার উপ নাট্য ও বিতর্ক সম্পাদক লিপ্টন ইসলাম

ঢাকা: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাবি শাখার উপ নাট্য ও বিতর্ক সম্পাদক লিপ্টন ইসলামকে টিএসসি থেকে ধরে শাহবাগ থানায় সোপর্দ করেছে ঢাবি প্রশাসন।

জানা গেছে, লিপ্টন ইসলাম ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেন ঢাবি প্রক্টরিয়াল টিম।

ঢাবি প্রক্টরিয়াল টিমের প্রধান ইউসুফ হারুন বলেন, ‘আজ বিকেলে লিপ্টন ইসলামকে টিএসসি এলাকায় দেখলে তাকে সেখান থেকে আটক করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা তাকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিলে আমরা তাকে শাহবাগ থানায় হস্তান্তর করেছি।’

সারাবাংলা/এআইএন/এসডব্লিউ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার