Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে কারও চান্স নেই: নজরুল ইসলাম খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৬

জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সারাবাংলা।

সিরাজগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আর কারও চান্স নেই। খালেদা জিয়া বছরের পর বছর জেল খেটেছেন গণতন্ত্রের জন্য। বিগত ১৬ বছরে দেশের অনেক মানুষ গুম-খুন হয়েছেন তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে ইসলামিয়া সরকারি কলেজ মাঠের জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এ জনসভার আয়োজন করা হয়।

নজরুল ইসলাম খান বলেন, ‘শেখ হাসিনা জাতীয় বেঈমান। বার-বার দেশের গণতন্ত্র হরণ করেছে। আন্দোলন সংগ্রাম করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই-আগস্ট আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দেশের মানুষ এখন ভোটের মাধ্যমে সরকার গঠন করবে। জনগণের সমস্যা সমাধান করতে না পারলে পতিত ফ্যাসিস্ট ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান দেশের হাল ধরেছিলেন। আমরা বহুদলীয় গণতন্ত্র ফিরে পেয়েছি, অর্থনৈতিক কার্যক্রম ফিরে এসেছে। কলকারখানা রাষ্ট্রায়ত্ত উন্নতি হয়েছিল কিন্তু দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল।’

সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রোমানা মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পরিচালনায় জনসভায় বক্তব্য দেন বিএনপি রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আমিরুল ইসলাম খান আলিম। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কণ্ঠশিল্পী কনকচাপা, জেলা বিএনপি সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, অমর কৃষ্ণ দাস ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ।

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় এসে উপস্থিত হন নেতাকর্মীরা।

সারাবাংলা/এসআর

জনসভা নজরুল ইসলাম খান বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

ডিএনসিসির নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

ভাঙা ট্রলিই সচল রেখেছে বেলালের জীবন
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৪৩

জুটি হলেন সোহেল মণ্ডল ও তানিয়া
১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:১৮

আরো

সম্পর্কিত খবর