২ বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস, অন্যত্র কুয়াশা
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩২ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০০
ঢাকা: বর্ষপুঞ্জিতে আজ পহেলা ফালগুন। ঋতুরাজ বসন্তের শুরু। কিন্তু প্রকৃতি বলছে এখনও শীত। তবে এরমধ্যে বর্ষার উপস্থিতিও জানান দিচ্ছে। একই সময়ে কয়েক ঋতুর উপস্থিতিকে জলবায়ু পরিবর্তনের কারন হিসেবেই দেখছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন, বাংলাদেশ ষড়ঋতুর দেশ হলেও শীত, গ্রীষ্ম, বর্ষার উপস্থিতি সারা বছরজুড়ে। এই যেমন- তিন ঋতু পরে বর্ষার আসার কথা থাকলেও এই মুহুর্তে দেশের দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে অন্য বিভাগগুলোতে রয়েছে কুয়াশা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের অন্যত্র শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
তবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী সপ্তাহের শেষ দিকে রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
সারাবাংলা/জেআর/এনজে