Thursday 13 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাপস রায়ের ‘রসিক শরৎচন্দ্র’ বইমেলায়

সারাবাংলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৩

তাপস রায়ের বই ‘রসিক শরৎচন্দ্র’। ছবি: সারাবাংলা

ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে তাপস রায়ের রসিক সিরিজের বই ‘রসিক শরৎচন্দ্র’। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স।

দারিদ্র্যে জর্জরিত ছন্নছাড়া শৈশব, বেপরোয়া কৈশোর, তারুণ্যে উচ্ছৃঙ্খল, ভবঘুরে জীবন যিনি কাটিয়েছেন, খ্যাতির শিখড়ে সেই জীবনকাহিনিতে কল্পনার রং জড়াবে, জনশ্রুতি ছড়িয়ে পড়বে লোকের মুখে মুখে সেটাই স্বাভাবিক; হয়েছেও তাই।

‘অপরাজেয় কথাশিল্পী’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যখ্যাতি যেমন গগনচুম্বী, রহস্যে ঘেরা ব্যক্তিজীবন তেমনই অতলস্পর্শী। এ কারণে সাহিত্যের মতোই, তার জীবনযাপন, বিশ্বাস নিয়েও পাঠকের অপার আগ্রহ। ‘রসিক শরৎচন্দ্র’ কিছুটা হলেও সেই আগ্রহ মেটাবে।

একইসঙ্গে পাঠক এখানে খেয়ালি, আত্মভোলা, আত্মপ্রচার বিমুখ, অভিমানী, দরদী, পরোপকারী, বন্ধুবৎসল, দেশপ্রেমিক, রাজনীতি সচেতন শরৎচন্দ্রকে পাবেন। আর এ সব কিছু ছাপিয়ে স্ফটিকস্বচ্ছ মেঘের ভেতর অবাক সূর্যরশ্মির মতো উঁকি দেবে কথাশিল্পীর রসবোধ। অনাবিল কৌতুকপ্রিয়তায় পাওয়া যাবে তার রসিক মনের পরিচয়।

তাপস রায় রায়ের ‘রসিক শরৎচন্দ্র’র প্রচ্ছদ এঁকেছেন মলয় চন্দন সাহা। বইটির দাম ২৫০ টাকা।

সারাবাংলা/পিটিএম

নতুন বই বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

নলছিটি থানার সেই এসআইকে বদলি
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৭

বইমেলায় ‘৩৬ জুলাই’ স্টল
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৬

আরো

সম্পর্কিত খবর